চট্টগ্রাম

পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

(Last Updated On: )

চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোন স্থানে হত্যা করে এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।