চট্টগ্রাম

ফটিকছড়িতে তরুণী খুন, মা-ভাই গ্রেপ্তার

(Last Updated On: )

ফটিকছড়িতে মারামারির এক পর্যায়ে মা ও ভাইয়ের হাতে বোন আনিকা আক্তার (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের মা রোখসানা আক্তার ও ছোট ভাই রোকন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোনা মিয়া হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আনিকা ওই এলাকার সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে। তার চার বছর ও পাঁচ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।  

স্থানীয়রা জানান, রোববার তাদের মা-মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। এক পর্যায়ে ভিকটিম আনিকা তার মাকে মারে। এমন সময় পাশের ঘরে থাকা তার ছোট ভাই রোকন এসে তার বোনকে থাপ্পড় দিলে ভাইকেও মারেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে মা মেয়ে আনিকাকে চেপে ধরলে রোকন তার বোনের গলায় একটি ছুরি দিয়ে তিনটি আঘাত করে। এতে আনিকার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মা ও ছেলে মিলে মেয়েকে হত্যা করেছে। মেয়েটি ছোটবেলা থেকে মানসিক প্রতিবন্ধী ছিলেন। ভিকটিম আনিকা বিবাহিত, তার দুটি বাচ্চা আছে। রাতে অভিযান চালিয়ে নিহত আনিকার মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।