শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরনে বোয়ালখালীতে প্রদীপ প্রজ্বলন করেছে খেলাঘরের সদস্যরা।
১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বোয়ালখালী কেন্দ্রীয় স্মৃতি সৌধ প্রাঙ্গনে আয়োজিত প্রদীপ প্রজ্বলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক কানাই দাশ বলেন বাঙ্গালী জাতিকে চিরতরে ধ্বংস করে দিতে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের শ্রেষ্ট সন্তানদের অত্যন্ত নির্মমভাবে হত্যা করে।
খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামাল আবদুল নাসের, শ্যামল বিশ্বাস, গোলাম মোস্তফা মেম্বার, সুকান্ত শীল, মতিউর রহমান, নাজমা আকতার, রিয়া মল্লিক, রাজিয়া সুলতানা,কাইফা আকতার প্রমুখ।