চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪-এর ১১টি পদের নির্বাচন শেষ হয়েছে। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান সভাপতি এবং আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৮৮২ জন শিক্ষক।
ভোট গণনা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে পদ রয়েছে ১১টি। আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দলের ২২ জন প্রার্থী বিভক্ত হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।
সভাপতি পদে ড. মাহবুবুর রহমান ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া ২৮৯ ভোট পান।
সহসভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন ৪৫২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম পেয়েছেন ২৭৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান পেয়েছেন ৩৯১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩৪০ ভোট।
কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৩৪৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ৪১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাবলু পেয়েছেন ৩০১ ভোট।
এছাড়া ৬ সদস্য পদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এএসএম বোরহান উদ্দীন নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ এক বছরের জন্য নির্বাচিত হয়। গত কার্যনির্বাহী পরিষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সভাপতি ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সুত্র : পূর্বকোন