চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের একমাসের মাথায় ২৭ জনের উপদেষ্টা পরিষদের তালিকায় যুক্ত হলো আরও ৯ জনের নাম। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৭ জনের। নতুন যুক্তরা হলেন, পটিয়ার বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টাচার্য, বোয়ালখালীর বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বাশঁখালীর নুরুল আলম, পটিয়ার মো. মুছা চেয়ারম্যান, বোয়ালখালীর শাহনেওয়াজ হায়দার শাহীন, চন্দনাইশের সৌদি আরব প্রবাসি মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, পটিয়ার আমেরিকান প্রবাসী জুলকারনাইন চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির ৫০ জন এবং নতুন ২৫ জন নতুন মুখ নিয়ে এই কমিটি করা হয়েছে। সাবেক অনেক ছাত্রনেতাকে কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে। ২৭ জনের উপদেষ্টা পরিষদের তালিকায় নতুন করে আরও ৯ জনকে যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাছে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
সম্পৃক্ত খবর
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চমেক
(Last Updated On: ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। তিনি বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা অ্যাকাডেমিক কিমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কলেজ […]
চেরাগি পাহাড়ে ফ্রি সবজি বাজার
(Last Updated On: ) নিম্নআয়ের শ্রমজীবী মানুষকে আলু, টমেটো, বেগুন, লাউ, শাক, ঢেঁড়সসহ রকমারি সবজি বিনামূল্যে বিতরণ করা হয়েছে নগরের চেরাগি পাহাড় মোড়ে। রোববার (৯ মে) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নির্দেশে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দীন, যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান ও সালাউদ্দীন আহমেদের […]
যুবলীগের ৫ নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করলেন বোয়ালখালীর মেয়র
(Last Updated On: ) চট্টগ্রামের বাঁশখালীর পদত্যাগ করা যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী খোকনসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালত কাউন্টার টেরোরিজম ইউনিটকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল […]