জাতীয়

চোর ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

(Last Updated On: )

চোর ধরতে এবার অভিনব কৌশল অবলম্বন করেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির আক্তার মিয়ার হাট শাখা কর্তৃপক্ষ। যে ব্যক্তি চোর ধরিয়ে দিতে পারবেন তার জন্য নগদ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেশ কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। মূল্যবান এই ট্রান্সফারমার হারিয়ে সাধারণ গ্রাহক ও কৃষকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ উদ্বিগ্ন। কোনোভাবেই এই চোরদের ধরা যাচ্ছে না। রাতের আধারে চুরি করে তারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

এ বিষয়ে সুবর্ণচর পল্লীবিদ্যুৎ সমিতির আক্তার মিয়ার হাট শাখা ইনচার্জর রেজাউল করিম তিতাস আমাদের সময়কে বলেন, ‘গত দুই মাসের মধ্যে ৬-৭টি ট্রান্সফারমার চুরি হয়েছে। চুরি ঠেকানো যাচ্ছে না বিধায় আমরা ১ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা নিয়েছি।’

সুবর্ণচর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, ‘ট্রান্সফারমার চোরকে ধরতে নগদ এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আশাকরি এখন সবাই সতর্ক থাকবে।’