চট্টগ্রাম

হাটহাজারীতে পুরুষাঙ্গ কাটার অভিযোগে গ্রেপ্তার ৩

(Last Updated On: )

চট্টগ্রামের হাটহাজারীতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির ডান হাতের কব্জি ও পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত এনায়েতুল গনি সুমন (৩৩) ওই উপজেলার মির্জাপুর গ্রামের কালা বাদশা পাড়া এলাকার শফিউল আলম মাস্টারের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়া শফি মাস্টারের বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সুমনের পরিবারের পক্ষ থেকে রবিবার থানায় একটি মামলা দায়ের করার পর ঘটনার সাথে জড়িত ও এজাহারনামীয় আসামি মৃত ডা. সামশুল আলমের ছেলে আব্দুল সালাম মাস্টার (৪৫), মৃত লতু মিস্ত্রীর ছেলে মো. ইকবাল (৩৪) ও মোমেন এলাহী প্রকাশ কালুর স্ত্রী শিবলী আকতারকে (৩২) গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জেরে ধৃত আসামিরাসহ অপরাপর আসামিরা একই বাড়ির এনায়েতুল গনি সুমনকে দেশীয় ধারালো অস্ত্র, রামদা, কিরিচ, বটি দা, লোহার রড ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে। সুমনের মাথায়, কাঁধে ও হাটুতে আঘাত করে। পাশাপাশি তার ডান হাতের কব্জি ও পুরুষাঙ্গ কেটে দেয়। রবিবার থানায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।