প্রধান পাতা

বোয়ালখালীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পিসিসেন স্কুল

(Last Updated On: )

সম্প্রতি অনুষ্টিত জাতীয় শিক।সা সপ্তাহ ২০২৩ এ উপজেলার “পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়”শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বিাচিত হয়েছে ।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং ছয়টি ইভেন্ট সহ মোট ০৯(নয়) টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

এতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ডেজী চৌধুরী।দেশাত্ববোধক গান(ক)ও বক্তৃতায় বাঁধন চৌধুরী,ইংরেজী রচনায় জান্নাতুজ জাহান,বিতরর্কে মালিহা জাহাঙ্গীর সিদ্দিকা,দেশাত্মবোধক গান(খ)-তুলি মল্লিক,লোক নৃত্যে তৃষা চৌধুরী।

এছাড়াও ২০১৭ সালে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান শিক্ষক কামরুল হাসান এ সাফল্যের জন্য উপজেলা কমিটি,এসএমসি, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।