ভাইয়ের উপর অভিমান করে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসসংলগ্ন একটি বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
ওই ছাত্রীর নাম সুমি ত্রিপুরা। সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি বলে জানা গেছে।
জানা গেছে, সুমি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে শাহী কলোনির একটি ভবনে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক সমস্যার জেরে তিনি তেলাপোকা মারার ওষুধ সেবন করেন।
পরে তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জানান, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি তেলাপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।