চট্টগ্রাম

রাজনীতির দুর্বৃত্তায়ন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )


চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৩ তম বার্ষিকীতে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত যুব সমাবেশে মাস্টারদা সূর্য সেনের আদর্শে অচলায়তন, রাজনীতির দুর্বৃত্তায়ন দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
“সাহসী যৌবনে সুন্দর আগামী” এই শ্লোগানকে ধারণ করে ৫ মে ২০২৩,শুক্রবার,বিকাল ৩টায়,পটিয়া শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে বক্তারা এ আহবান জানান।
সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ।
সংগঠনের সভাপতি বাবলা বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকান্ত শীলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ েেচৗধুরী,স্বাগত বক্তব্য সাজ্জাদ হোসেন । সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা, উদীচী বোয়ালখালী ও সাংস্কৃতিক ইউনিয়ন বোয়ালখালী শাখা ।