বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ল্যাট্রিন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৪ মে, বৃহস্পতিবার এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল দে। তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ার সঞ্জয় চক্রবর্তী শিমুর নেতৃত্বে তার ভাইয়েরা মন্দির চত্বরে এসে ল্যাট্রিনটি ভেঙে দেয়। এ সময় হুমকি ধমকিও প্রদান করেন তারা। এছাড়া মন্দিরের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে বাঁধা দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, মন্দিরের জায়গায় একটি পরিবার জায়গা দাবি করছে। অথচ তারা কি মূলে জায়গা দাবি করছে তা দেখাতে বললেও দেখাননি। অথচ মন্দিরের জায়গার দলিলপত্রসহ নামজারী খতিয়ান তাদের এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিলো। এরপর তারা কোনো ধরনের আলাপ আলোচনা না করে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, জায়গা-জমির বিরোধে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মে) দুই পক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছের ৬৮তম জন্মবার্ষিকী উদযাপন
(Last Updated On: ) বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় এই উপলক্ষ্যে খেলাঘর বোয়ালখালী উপজেলার কার্যালয়ে সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক .কাজল নন্দী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংষ্কৃতিক ব্যক্তিত্ব […]
কাতারে প্রবাসীদের সংবর্ধনায় অংশ নিবেন প্রধানমন্ত্রী
(Last Updated On: ) বিশ্বের এলডিসি (সল্পোন্নত) ভুক্ত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন চলাকালীন আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন তিনি। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন […]
সৌদিতে আবারো বন্ধ হলো ১০ মসজিদ
(Last Updated On: ) সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) সে দেশের কিছু মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী এবং বিভিন্ন মসজিদের মুসল্লী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া […]