প্রধান পাতা

বোয়ালখালীতে খেলাঘরের গৌরবের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

(Last Updated On: )

বাংলাদেশের শিশু-কিশোর আন্দোলনের অন্যতম পথিকৃৎ খেলাঘর তার গৌরব ও ঐতিহ্যের ৭১বছরে পদার্পন করেছে। ১৯৫২ সালে ২ রা মে প্রতিষ্ঠিত খেলাঘর দীর্ঘ পথ পরিক্রমায় দেশের লক্ষ লক্ষ শিশু কিশোরকে প্রগতিশীল , অসাম্প্রদায়ক , বিজ্ঞানমনষ্ক ও প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অব্যাহত রেখেছে নিরন্তর কর্মপ্রয়াস। মহান মুক্তি যুদ্ধের চেতনায় প্রজ্জ¦লিত বিশ্বাসে খেলাঘর শিশুদের সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত করার মধ্যদিয়ে তাদের সুকোমল মেধা ও প্রতিভাকে বিকাশের কর্মকান্ডকে প্রবাহমান রেখেছে। শিশু কিশোর আন্দোলনের এই গৌরবোজ্জ্বল ঐহিত্যকে ধারণ করে ২ মে ২০২৩ মঙ্গলবার খেলাঘর বোয়ালখালী উপজেলার শাখা আসরসমুহ গান কবিতা ও কথামালার নান্দনিক আয়োজনে ৭১ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন করে।
দিশারী : বোয়ালখালী উপজেলা সদরের শাখা দিশারী খেলাঘর আসরের উদ্যোগে মঙ্গলবার বিকালে গান কবিতা কথামালার নান্দনিক আয়োজনে খেলাঘরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে । আসরের সাধারণ সম্পাদক প্রবীল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল,আসরের উপদেষ্ঠা প্রদীপ বিশ্বাস, শাহা আলম বাবলু ।
অনুষ্ঠানে খেলাঘরের সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করেন সাংগঠনিক সম্পাদক যুথিকা দে, ঘোষনাপত্র পাঠ করেন শিক্ষা ও গবেষনা সম্পাদক সোনিয়া শীল । বক্তব্য রাখেনপ্রচারও প্রকাশনা সম্পাদ রাজিয়া সুলতানা, সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল,দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস,সাহিত্য সম্পাদক রিয়া মল্লিক, সমাজকল্যান সম্পাদক সানজিদা আকতার লিজা, মারুফুন্নেছা মীম। শেষে ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দ উচ্ছাসে মেতে উঠে শিশুরা।
দ্বীপশিখা : সৎ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রজন্মকে গড়ে তুলতে খেলাঘর এর বিকল্প নাই।২ মে ২০২৩ মঙ্গলবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় খেলাঘর আসর এর ৭১প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসর আয়োজিত আসরের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে বক্তারা উপরোক্ত উদ্ধৃতি তুলে ধরেন।
আসরের সদস্য শর্মি বড়ুয়ার সভাপিতত্বে এবং সাধারণ সম্পাদক সরোজ বড়ুযা পল্লব এর সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আসরের প্রতিষ্ঠাতা সংগঠক ডা. মিহির বরণ বড়ুয়া।
বক্তব্য রাখেন ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক শ্রাবন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মমী বড়ুয়া ও মৈত্রী বড়ুয়া লোপা।
সাংস্কৃতিক সম্পাদক আনিকা বড়ুয়ার পরিচালনায় মনোজ্ঞ সংগীত পরিবেশনায় অংশ নেয় অতশি, শুভ, নিশান, জয়, বিজয়, অংকন, কবুলাস, চৈতি, রাতুল, টুটুল, সম্প্রীতি,জয়তি, সঞ্চিথা, জেসি, শিমলা, অপূর্ব ও দোলা প্রমুখ।
সর্বশেষে “ খেলাঘর” এর গৌরবের ৭১ বছর শীর্ষক কেক কাটার মধ্যে উপস্থিত সকলে উৎসবমুখর পরিবেশে আনন্দ উল্লাস করে।
মুক্তপ্রাচীর: খেলাঘরের ৭১ তম প্রতিষ্টা বার্ষিকী ২০২৩ উপলক্ষে বোয়ালখালি উপজেলার মুক্তপ্রাচীর খেলাঘর আসর এক আলোচনা সভা সাধারণ সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি সাহেদ হোসেন ছোটন,সামিউল ইসলাম ফাহিম, আবু নাঈম, শহিদুল ইসলাম সামি ও নাহিদা আকতার।
সোপান : খেলাঘরের আহলাস্থ শাখা সোপান খেলাঘর আসেরর উদ্যোগে খেলাঘরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকালে অস্থায়ী কার্যালয়েঅনুষ্ঠিত হয়। আসরের সভাপতি সভাপতি জয়নাল ফারুক মোরশেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুদর্শন দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষকনেতা আমির হোসেন, মফিজুর রহমান, হিমেল চৌধুরী, ইয়াছিন আরাফাত, সীমান্ত বড়ুয়া।
কিশোর কানন : উপজেলার কধুরখীলস্থা শাখা কিশোর কানন খেলাঘর আসরে অনাবিল আনন্দের মাধ্যমে কচিকাঁচাদের মিঠাই হাসির ছটায় পালিত হলো খেলাঘরের ৭১তম প্রতিষ্টাবার্ষিকী। এতে উপস্থিত ছিলেন আসরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক দীপান্বিতা পালিত, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা চৌধুরী ও আসরের সদস্যবৃন্দ।