চট্টগ্রাম

চমেক হাসপাতাল থেকে ‘ওষুধ চোর’ গ্রেপ্তার

(Last Updated On: )

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রতন দত্ত (৫৮) নামে এক ‘ওষুধ চোরকে’ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রতন দত্ত সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত বেণীমাধব দত্তের ছেলে। সে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের অফিস সহায়ক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, ‘সকালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওষুধ চুরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ওই ওয়ার্ডের অফিস সহায়ক রতন দত্তকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’