চট্টগ্রাম

চান্দগাঁওতে শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

(Last Updated On: )

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার শিক্ষক মো. হাশেম (৫২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাত বছর বয়সী এক শিশু কণ্যাকে ধর্ষণের অভিযোগে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) গ্রেফতার হয় এ শিক্ষক।

গ্রেফতার হাশেম কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর খন্দকার পাড়ার বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাধে সেখানেই তিনি থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার থানায় এসে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন গতকাল বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় মাদ্রাসার হেফজখানা ও এতিখানা (বিএডিসি)র শিক্ষক মো. হাশেম তার শয়ন কক্ষে ডেকে নিয়ে তার শিশু কণ্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।