আজকে বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করতে চলেছে। কিন্তু সেই বাংলাদেশের সাথে চট্টগ্রামের বোয়ালখালী বেমানান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী উপজেলা বিআরডিবি হল রুমে নাগরিক ফোরামের সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার খাতিরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আকতার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল ফজল বাবুল, মো.সিরাজুল ইসলাম, রাজু দে ও মহিবুল্লাহ খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূজন সেন, হোসাইন মাহমুদ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী। এসময় আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন এমএস এমরান কাদেরী।
সম্পৃক্ত খবর
তালেবানের ‘নতুন বন্ধু’ রাশিয়া
(Last Updated On: ) রাশিয়ার কূটনীতিকরা কাবুলের নতুন শাসকদের ‘সাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন এবং যুক্তি দেখিয়েছেন যে, আফগান রাজধানী এখন আগের চাইতে নিরাপদ। দেশটির প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে, একটা বাস্তবতা যাকে মেনে নিতে হবে। ১৯৮০-এর দশকে কাবুলে একটি কমিউনিস্ট সরকার দাঁড় করতে গিয়ে রাশিয়াকে যে নয়-বছর দীর্ঘ এক বিপর্যয়কর […]
দুধের জন্য কাঁদছে যমজ শিশু, করোনায় আক্রান্ত মা আইসিইউতে
(Last Updated On: ) বাড়িতে দুধের জন্য কাঁদছে ১২ দিন বয়সী তার যমজ শিশু। এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নির্মাণ শ্রমিক সুফি মিয়ার স্ত্রী সৈয়দা রিনা বেগম। এক দিকে স্ত্রীর অসুস্থতা অন্যদিকে দুই ছেলের জীবন নিয়ে শঙ্কায় আছেন সুফি মিয়া। গত মঙ্গলবার (২৪ আগস্ট) রিনা বেগমের উপসর্গ দেখা দিলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা […]
দিহানের তিন বন্ধু আর একা আনুশকা!
(Last Updated On: ) প্রভাবশালীদের চাপে পড়ে ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকে আড়াল করার অভিযোগ করেছে নিহত স্কুল শিক্ষার্থী আনুশকার পরিবার। এমন অভিযোগ আনুশকার সহপাঠীদেরও। ধর্ষণের পর আনুশকার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এই তিনজনকে আসামি করা হয়নি। ঘটনার বিষয়ে তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। আনুশকার পরিবার বার বার প্রশ্ন তুললেও তদন্ত […]