চট্টগ্রাম

৩৬ খালের পাড়ে হচ্ছে ৩৮ কি.মি. সড়ক

(Last Updated On: )

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন স্থানে খালের পাড়ে নির্মিত হচ্ছে প্রায় ৪০ কিলোমিটার নতুন সড়ক এবং ৫০ কিলোমিটার ফুটপাত। প্রতিটি রাস্তার প্রশস্ত হচ্ছে ১৫ ফিট বা তার বেশি এবং ফুটপাতের প্রশস্ত হচ্ছে পাঁচ ফিট। এসব সড়ক ও ফুটপাত নির্মাণের ফলে বদলে যাচ্ছে সেখানে বসবাসকারীদের জীবনযাত্রার মান। এসব সড়ক ও ফুটপাত নির্মাণের ফলে সেসব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ২৭টি খালের পাড়ে বিভিন্ন এলাকায় সাড়ে ১০ কিলোমিটার সড়ক এবং সাড়ে ৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী। গতকাল বুধবার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন নগরীর বিভিন্ন খালের পাড়ে বসবাসকারীদের সাথে কথা বলে জানা যায়, এক সময় রাজাখালী খালের আশপাশের এলাকায় জোয়ার এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হতো। সেই সাথে রাজাখালী খাল সংলগ্ন এলাকাসমূহে চলাচলের উপযোগী ছিল না। সম্প্রতি সড়ক ও ফুটপাত নির্মাণ হওয়া এসব সড়ক ও ফুটপাতে গত বছরও চলাচল ও হাঁটার উপায় ছিল না।  রাজাখালী এলাকার ৩নং ব্রিজ সংলগ্ন একটি ঝুপড়ি বাসায় মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকেন মো. কাশেম নামের এক নির্মাণ শ্রমিক। খালের পাড়ে রাস্তা নির্মাণের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, এক সময় আমাদের এলাকায় গাড়ি চলাচল অনেক দূরে থাক, হেঁটেও বাসায় প্রবেশ করতে কষ্ট হতো। চলাচলের জন্য কোন সড়ক বা ফুটপাত ছিল না। খালের কাজ করতে গিয়ে আমাদের সড়কটি নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণ হওয়ায় আগামী বর্ষাকালেও বাচ্চাদের স্কুলে যেতে আর সমস্যা হবে না।

সুত্র: দৈনিক পূর্বকোন