চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার একটি জমি থেকে মনির আলম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মার্চ, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মনিরের মরদেহ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। নিহত মনির পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির এসএম শাহ্ আলমের ছেলে। পুলিশ জানায়, বোয়ালখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছমত আলী বলির বাড়ির পশ্চিম পাশের একটি জমির সামান্য পানিতে মনির পড়ে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, মনির গত বুধবার রাতে কালুরঘাট আমতল এলাকায় একটি ওরসে গিয়েছিলেন। রাত দেড়টার সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতে দেখেছে লোকজন। পোশাক কারখানায় চাকরি করতো মনির। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, কারোর কোনো অভিযোগ না থাকায় মনিরের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ৫ শিশুকে বলৎকার, বাবুর্চি গ্রেপ্তার
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী ত্যৈয়বিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানার ৫ শিশুকে বলৎকারের অভিযোগে হাফেজ জাকের (১৯) নামের এক বাবুর্চিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকালে অভিযুক্ত জাকেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জাকের বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়া গ্রামের নবী আহমদের ছেলে। ভিকটিম শিক্ষার্থীর অভিভাবক জানান, গত বছরের […]
শেখ হাসিনা বিশ্বের কাছে উদাহরণ- মোছলেম উদ্দিন আহমদ এমপি
(Last Updated On: ) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বিশ্ব স্বীকৃত সফল নেত্রী। তাঁর হাত ধরে বাঙালী জাতি এগিয়ে চলেছে দূর্বার গতিতে। দিশেহারা বাঙালি জাতিকে সাহসে বুক বেঁধে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা। বার বার হামলাসহ বহু রাজনৈতিক সঙ্কট অতিক্রম করে […]
সেন্টমার্টিন নেওয়ার কথা বলে ৪ স্কুলছাত্রকে অপহরণ
(Last Updated On: ) সেন্টমার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কক্সবাজারের রামু উপজেলার চার স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গারা। গত মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালা পাড়ার একটি রিসোর্ট থেকে ওই স্কুল শিক্ষার্থীদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- ওই এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), মোহাম্মদ […]