বোয়ালখালীতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছে গোয়ালঘরে থাকা তিনটি গরু। পুড়ে গেছে তিন বসতঘর। ১ মার্চ, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত প্রতিভা মহাজন (৬০) স্বপন মহাজনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, রাত দেড়টার দিকে স্বপন মহাজনের গোয়াল ঘরে আগুন লাগে প্রথমে। এসময় গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে স্বপন মহাজন ও তার স্ত্রী গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করে আনেন। এরপর বসতঘরের জিনিসপত্র বের করতে ঘরে যান প্রতিভা মহাজন। তিনি আর ঘরের বাইরে আসতে পারেননি। তিনি ঘরেই দগ্ধ হয়ে মারা যান। আগুনে গরুগুলোর শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। আগুনে স্বপনের গোয়ালঘর, রান্নাঘর, বসতঘর এবং স্বপনের ভাই চন্দনের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই মালিকের তিন বসতঘর পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে পাঠশালার ফ্রি টিকা নিবন্ধন অব্যাহত
(Last Updated On: ) বোয়ালখালীতে সৃজনশীল ও সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা‘র ফ্রি টিকা নিবন্ধনের ১০ম দিনে পৌরসভার বহদ্দার পাড়া ইউছুফ তালুকদার বাড়ী,রুস্তম মাঝির বাড়ী, দৌলত বহদ্দার বাড়ী,ফজু বাপের বাড়ী এলাকার দুই শতাধিক জনগনকে টিকা নিবন্ধন করা হয়। আজ (৩রা আগষ্ট) মঙ্গলবার সকাল ৯ টায় হযরত আলিম উদ্দিন শাহ (রঃ) মাজার প্রাঙ্গনে সমাজসেবক সার্ভেয়ার মো. আবদুর […]
৭১ এর রনাঙ্গনে জীবন উৎসর্গকারী কিশোর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের আকুতি!
(Last Updated On: ) বাংলার স্বাধীকার আন্দোলনে নিবেদিত প্রান মুক্তিযুদ্ধের বৃহৎ অংশে রয়েছে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ নাম শহীদ মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অসীম সাহসে বীর বিক্রমে বোয়ালখালী উপজেলার কধুরখীলের খোকার দোকান এলাকায় অদম্য স্পৃহা নিয়ে পাকবাহিনীর ওপর গ্রেনেড ছুড়ে মেরেছিলেন। ওইদিন পাকবাহিনীর হাতে ধরা পড়েন এখলাছ। সেই সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ৭১ সালের ৪ […]
আমের কেজি ৩ লাখ টাকা!
(Last Updated On: ) এক কেজি আমের দাম ২ লাখ ৭০ হাজার রুপি বা প্রায় ৩ লাখ সাড়ে ৮ হাজার টাকা! আর তাই সেই আম পাহারা দিতে চারজন নিরাপত্তাকর্মীর পাশাপাশি ছয়টি বিশেষ কুকুর নিয়োগ দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের এক পরিবার। জানা যায়, মধ্যপ্রদেশের জব্বলপুরের রানী ও সংকল্প দম্পতি বছর কয়েক আগে দুটি আমের চারা রোপন করেছিলেন। […]