বোয়ালখালীতে দীপায়ন খেলাঘর আসরের ১৩ তম সম্মেলন ও রেবতী রমন স্মৃতি বৃত্তি প্রদান বক্তারা বলেছেন খেলাঘর শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার অনন্য পাঠশালা।
২৪ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার বিকালে কানুনগোপাড়া ড. বিবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃত্তি প্রদান ও সম্মেলনে বক্তারা একথা বলেন ।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।
সম্মেলনে অতিথি ছিলেন কানুনগোপাড়া ড. বি বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, সহ সভাপতি সুবিমল ঘোষ,বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, প্রাতমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শ্যামল মজুমদার।
সংগঠনের সভাপতি প্রনব রায় মিত্রের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কাঞ্চন চক্রবর্তী,শৈবাল চৌধুরী সৃজন, ইউপি সদস্য মানিক চক্রবর্তী জুয়েল চৌধুরী, বিপ্লব চৌধুরী।সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন অজয় চক্রবর্তী,শোক প্রস্তাব পাঠ করেন নোভেল চক্রবর্তী, খেলাঘরের ঘোষনাপত্র পাঠ করেন রাজু দে।
সাংগঠনিক অধিবেশনে সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরীকে সভাপতি রঞ্জন দেবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য।
সম্মেলনে আসরের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সাধারন ও টেলেন্টপুলে ৫০ জন কে রেবতী রমন স্মৃতিবৃত্তি প্রধান করেন অতিথিবৃন্দ।
(Last Updated On: )