জাতীয়

বিএনপির এক কিমি দূরত্বে সমাবেশ করবে আ. লীগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ সারাদেশে সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সমাবেশ হচ্ছে। তবে একই দিন এক কিলোমিটার দূরত্বে সমাবেশ ডেকেছে চট্টগ্রাম আওয়ামী লীগ। ফলে মুখোমুখি অবস্থানে দুদল।

জানা গেছে, আজ শনিবার বেলা ২টার দিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে সমাবেশ করবে বিএনপি। আর প্রায় এক কিলোমিটার দূরে নগরের আন্দরকিল্লা চত্বরে বিকেল ৩টায় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

বিভাগীয় সমাবেশ সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে নগর বিএনপি। ইতোমধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসিরসহ জ্যেষ্ঠ নেতারা। অপরদিকে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

দুই দলের এমন মুখোমুখি অবস্থানের বিষয়ে নিজেদের পদক্ষেপের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।