প্রধান পাতা

বোয়ালখালীতে ফুটপাত দখল করে ব্যবসা, ৮ মামলায় জরিমানা

(Last Updated On: )

বোয়ালখালীতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও ফুটপাত দখল করে ইট, কাঠ, বালু রেখে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহিন গাড়ি চালনার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এ মো. সেলিমকে ২ হাজার ও মো. শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়কের পাশে ইট, কাঠ, বালু রেখে ব্যবসা পরিচালনা করে জনদূর্ভোগ সৃষ্টি করায় স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী জোট পুকুর এলাকার খাজা অটোরাইজ মিলকে ৫ হাজার টাকা,কানুনগোপাড়া এলাকার মিলন বৈদ্য কে ৫ হাজার টাকা, মাহিম স্টীলকে ২ হাজার টাকা, মো. রিয়াদকে ২ হাজার টাকা, সুভাশ দত্তকে ২ হাজার টাকা, ও অমল চৌধুরীকে ৫ হাজার টাকা সহ ৮ মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।