চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি, সোমবার নিবার্চন কমিশন এ সময়সূচি ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে জানা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন। প্রসঙ্গত বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা দিয়ে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। মরহুম নুরুল আলম ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ৯ ভরি স্বর্ণালংকার চুরি
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে ঘরের তালা কেটে নিয়ে গেছে ৯ ভরি স্বর্ণালংকার। বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়ায় ড্রিম হাউস ভবনের মালিক প্রবাসী বেলাল তালুকদারের ঘরে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০টার দিকে ভবনের মালিক বাড়িতে এসে এ চুরির ঘটনা জানতে পারেন। তিনি গত ৮ জুন পরিবারের সদস্যদের […]
বোয়ালখালীতে ফের গরু চুরি
(Last Updated On: ) বোয়ালখালীতে ফের ২টি গরু নিয়ে গেছে চোরের দল। ৭ ডিসেম্বর, বুধবার দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পৃথকস্থান থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন ৬ নম্বর ওয়ার্ডে জুনু মহাজন বাড়ির সুমন চক্রবর্তী ও ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বাপের বাড়ির শিবু দে। তাঁরা জানান, রাতে গোয়ালঘর থেকে তাঁদের পালিত গরু নিয়ে […]
বোয়ালখালীতে এসিল্যান্ড পরিচয়ে হয়রানি !
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, প্রতারকরা মোবাইল ফোনে নিজেদেরকে এসিল্যান্ড পরিচয় দিয়ে মানুষকে হয়রানি ও টাকা দাবি করছে। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ‘Acland Boalkhali’ নামীয় ফেসবুক একাউন্টে তিনি এ সংক্রান্ত বিষয়ে সতর্কীকরণ পোস্টটি দিয়েছেন। এতে এই ধরনের কোন ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক এসিল্যান্ড বোয়ালখালীর সরকারি […]