জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর পৃথিবীর মায়া ত্যাগ করেন গত বছর ১৩ নভেম্বর। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই গায়কের মৃত্যুর পর ভালো নেই তার স্ত্রী কানিজ ফাতেমা। শুনতে হচ্ছে নানা কথাও।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমি বিধবা। আমার মুখ দেখে কেউ দিন শুরু করলে, তার নাকি অমঙ্গল হবে? এটা কোন সমাজে বাস করছি আমি। আমার মেয়েও তো প্রতিদিন তার বিধবা মায়ের মুখ দেখেই দিন শুরু করে, কই আমার মেয়ের তো কোনো অমঙ্গল হচ্ছে না!’
তিনি আরও বলেন, ‘আল্লাহ অথৈর বাবার দুনিয়ার আয়ু শেষ করে পরপারের মেহমান করে নিয়েছেন। এটা কি আমার দোষ? কোনো মেয়ে কি চাই- তার স্বামী তার আগে মারা যাক? আচ্ছা যখন অথৈর বাবা বেঁচে ছিল তখনও সমাজের মানুষ আমাকে বলেছে আমি কেমন মেয়ে, আমার মনে হয় চরিত্রে সমস্যা আছে। আমার রুচি কেমন? আমি এমন একটা অসুস্থ মানুষের সঙ্গে কেন থাকি। স্বামী বেঁচে থাকতেও আমার সমস্যা।’
সবশেষে আকবরের স্ত্রী বলেন, ‘এখন স্বামী মারা গেছে তাতেও আমার সমস্যা। তাহলে আপনারাই আমাকে বলে দেন আমার ভালো কোনটা। ঘর থেকে বের হলেই মানুষের নানা কথাবার্তা শুরু হয়ে যায়। আমি সত্যিই আর নিতে পারছি না। এমনিতে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। অথৈর বাবা নিজের সঙ্গে আমার প্রাণটাও নিয়ে গেছে। পড়ে আছে আমার শরীরটা। এই মৃতপ্রায় শরীরটা নিয়ে মেয়েটার কথা চিন্তা করে যত আমি স্বাভাবিক হতে চাই, ততই মানুষ আমাকে নর্দমায় ফেলে দিচ্ছে। এখন মনে হচ্ছে, আল্লাহ অথৈর বাবাকে না নিয়ে আমাকে নিয়ে গেলেই ভালো করত।’