শরীয়তপুরের জাজিরার বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরের (২৮) বাড়িতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অনশন করছেন। আজ শুক্রবার সকাল থেকে উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবাহান্দি গ্রামে সুমনের বাড়িতে অনশন অবস্থান নেন ওই তরুণী।
আলতাফ মাদবরের ছেলে সুমন মাদবর। ওই তরুণী মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরের সঙ্গে ওই তরণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে সুমন মাদবর ওই তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও গিয়েছিলেন। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেন। এক পর্যায়ে বিয়ের কথা বললে সুমন বিভিন্ন তালবাহানা করতে থাকেন। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে আজ সকাল থেকে সুমনের বাড়িতে এসে অনশন শুরু করেন।
ওই তরুণী বলেন, ‘দীর্ঘ ২ বছর ধরে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও সমাজের সবাই জানে সুমনের সঙ্গে আমার বিয়ে ঠিক। আমার সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্কও হয়েছে। সুমন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার কোনো পথ নেই আমার। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।’
সুমন সিকদারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, ‘আমরা খবর পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’