জাতীয়

ময়লার স্তূপে নবজাতকের লাশ

(Last Updated On: )

ময়লার স্তূপে ভোর থেকে এক ঝাঁক কাক পলিথিন টানা টানি করছিল। পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ময়লা ফেলতে গিয়ে দেখতে পান পলিথিনের ভেতর পড়ে আছে এক নবজাতকের লাশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর শহরের গরুর বাজারের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোর থেকে এক ঝাঁক কাক শ্রীপুর গরু বাজারের পাশের ময়লার স্তূপে পলিথিন নিয়ে টানাটানি করছিল। বাজারের লোকজন এগিয়ে গিয়ে পলিথিনে মোড়ানো ফুটফুটে নবজাতকের লাশ দেখতে পান। এলাকাবাসীর জানান, কে বা কারা ওই নবজাতককে রাতের আঁধারে পলিথিনে পেঁচিয়ে ময়লার স্তূপে ফেলে গেছে।

শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ প্রধান জানান, নবজাতককে কে ফেলে গেছে তা জানা যায়নি। এটি একটি অমানবিক ঘটনা।

শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জাম্মান জানান, ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।