চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে। ৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। সোলাইমানের ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা থেকে তার খোঁজ করছিলাম। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটিেউদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।
সম্পৃক্ত খবর
বাসায় ডেকে পুলিশ-সাংবাদিক পরিচয়ে জিম্মি, গ্রেফতার ৩
(Last Updated On: ) নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় বাসায় ডেকে নিয়ে জিম্মি করে নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে দক্ষিণ কাট্টলী এলাকার ছদু চৌধুরী রোডের একতা আবাসিকের চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা […]
হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার
(Last Updated On: ) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর মামুনুলকে তেজগাঁও ডিসি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। […]
বোয়ালখালীতে তপন কান্তি দে পরলোকগমন,খেলাঘরের শোক
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভা দিশারী খেলাঘর আসরের সহ-সভাপতি শিমুল দে এর পিতা তপন কান্তি দে (৮৭) মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পূর্ব গোমদণ্ডী বরদা চরণ ধর বাড়ীর সুখেন্দু লাল দে এর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী […]