চট্টগ্রাম

কৃষক নি:স্ব হয়ে ক্ষেতমজুরে পরিনত হচ্ছে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

একজন কারখানার মালিক দুয়েক বছরে আরো কারখানার মালিক হয়।একজন কৃষক সারা জীবনে কৃষিকাজ করে আরেক টুকরা জমির মালিক হতে পারে না। আমাদের বাপ দাদারা কৃষক ছিলেন। এখন আমরা হয়েছি বর্গাচাষী, ক্ষেতমজুর।
কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটির চেয়ারম্যান প্রকৌশলী নিমাই গাঙ্গুলী এ কথা বলে
আজ শনিবার(৩১ ডিসেম্বর) পটিয়াস্থ গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ধলঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক।
সংগঠনের সভাপতি কৃষক নেতা মোঃ আবদুল নবীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শওকত আলীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতিঅধ্যাপক কানাই দাশ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ,প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, নজরুল ইসলাম আজাদ, আবুল কালাম চাষী, শিক্ষক নেতা শ্যামল দে, অলক দাশ, সেহাব উদ্দিন সাইফুক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মো. জসিম উদ্দিন, যুব ইউনিয়ন চট্টগ্রাম দঃ জেলার সভাপতি বাবলা বড়ুয়া,,বিধু ভুষন দাশ, শিমুল ধর,মিলন বড়ুয়া, লিটন বড়ুয়া, প্রাক্তন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন। শোক প্রস্তাব পাঠ করেন কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু।
কৃষি উপকরনের দাম কমাও,ভর্তুকি দাও,ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু কর, প্রতি কেজি ধানের দাম ৪০ টাকা নির্ধারন করা ও কৃষক আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।
সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে মোহাম্মদ আবদুল নবীকে সভাপতি, পুলক দাশ কে সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফুকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।