বোয়ালখালী উপজেলার ঐহিত্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের অনুমোদিত মোতাওয়াল্লী কমিটির কার্যকারিতা আপাতত: স্থগিত করেছেন ওয়াক্ফ প্রশাসন। গত ২১ ডিসেম্বর ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয় গত ১১ সেপ্টেম্বর শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী বিরুদ্ধে মো. শাহাজাহান চৌধুরী একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী লিখিত জবাব দাখিল করেন। যা সন্তোজনক নয় বিধায় এস্টেটটির রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইতিমধ্যে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুমোদিত মোতাওয়াল্লীর কার্যকারিতা আপাতত: স্থগিত এবং একই সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অন্তর্বর্তীকালীন ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৪ ধারা অনুযায়ী অফিসিয়াল মোতাওয়াল্লীর দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী মুঠো ফোনে জানান, ওয়াক্ফ প্রশাসকের চিঠি এখনো পায়নি। তাই বিস্তারিত বলতে পারছি না। উল্লেখ্য ২০২১ সালে ১০ নভেম্বর ওয়াক্ফ প্রশাসন মো. নুরুন্নবী চৌধুরীকে মোতাওয়াল্লী করে ৯ সদস্য বিশিষ্ট মোতাওয়াল্লী কমিটির অনুমোদন দিয়েছিলেন।
সম্পৃক্ত খবর
মেয়র গলিতে খালে সিএনজি পড়ে নিহত দুই
(Last Updated On: ) নগরের ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খালে পড়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় সিএনজিতে চালকসহ মোট পাঁচজন থাকলেও তিনজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— যাত্রী খাতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক মো. সুলতান (৩৮)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল […]
বোয়ালখালীতে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর আটক
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। ২ আগস্ট, মঙ্গলবার ভোর ৪টার দিকে আনোয়ারা উপজেলা থেকে সুজুকি ব্র্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে পালাচ্ছিল তারা। বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেলে বিপাকে পড়েন চোরের দল। এ সময় খবর পেয়ে […]
অসীমকে প্রতিরোধ করতে মেধসাশ্রম ঘিরে পাহারা
(Last Updated On: ) গত বছর মহালয়ার দিন বোয়ালখালী উপজেলার চণ্ডী তীর্থ মেধস মুনির আশ্রমের যজ্ঞে পানি ঢেলে দেওয়া ও উপস্থিত সাধুদের মারধরসহ অশ্লীল আচরণ ওঠে আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান হেন্দু নেতা অসীম দেবের বিরুদ্ধে। এ নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন, সাধু-সন্ন্যাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। মেধস আশ্রমের এবারের আয়োজনে যাতে অসীম দেব […]