চট্টগ্রামের বোয়ালখালীতে আরকান সড়কের দুই পাশে বাঁশ, বালি ও কংক্রিট রাখায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলার আরকান সড়কের কালুরঘাট-মিলিটারিপুল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
তিনি বলেন, সড়কের দুই পাশে বালি, কংক্রিট ও বাঁশের স্তূপ রেখে ব্যবসা করেন। এতে যান ও জনচলাচলে বিঘ্ন ঘটে এবং যে কোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে। তাদেরকে বার বার সতর্ক করার পরও কর্নপাত না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এছাড়া সড়কের পাশের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।