আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

(Last Updated On: )

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের কবির হোসেন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যার পর মদিনা শহরের ইয়ানবোতে এই দুর্ঘটনা ঘটে। তিনি মদিনা শহরে একটি প্রতিষ্ঠানের গাড়ি চালাতেন।

যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কবির হোসেন উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো ওয়ায়েজ উদ্দিনের ছেলে।

শনিবার সন্ধ্যার দিকে কবির গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে বসে ছিলেন। এসময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত কবির হোসেন সৌদি আরবে থাকেন। তিন বছর আগে বাড়িতে এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান।

এরপর দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের মধ্যে আবারও দেশে আসার কথা ছিল বলেও জানান তিনি।