চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে সরকার দলীয় আওয়ামী লীগের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে কতিপয় কিশোর গ্যাং এর বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমানসহ ৫জন শীর্ষ নেতা। অভিযোগে জানা যায়, বিভিন্ন উপলক্ষে লাগানো ব্যানারগুলো ছিঁড়ে নিয়ে যায় এলাকার কতিপয় চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য সঞ্জয় চৌধুরী, সুদীপ্ত দাশ, দেবাশীষ দাশ, সমীরণ চক্রবর্তী ও প্রণয় দাশগুপ্ত শিমুল। এ ব্যাপারে তাদের নিষেধ করেও সুরাহা হচ্ছে না। একের পর এক ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমান ও ইউপি সদস্য পংকজ চন্দ বলেন, এসব পোস্টার-ব্যানারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক মোছলেম উদ্দিন আহমদ এমপির ছবি সম্বলিত ব্যানারগুলো ছিঁেড় ফেলছে। অথচ তারা প্রকাশ্যে ও গোপনে এসব ব্যানার ছেঁড়ার ফলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। শাহাদাত হোসেন মুন্না ও ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, এভাবে চলতে থাকলে কেউ আর ঈদ, পূজা ও জাতীয় দিবস সমুহে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার লাগাবে না। এটি বন্ধ করা না গেলে সামনে বিজয়ের মাসের কেউ পোস্টার ব্যনার করবে না। উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস বলেন, সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নেতা-কর্মীরা ব্যানার করলে একটি মহলের গায়ে জ্বালা ধরে। অথচ তারা আবার আওয়ামী রাজনীতিও করেন। দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত কিশোর গ্যাং এর সদস্যরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুসারী।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ওরশ উদযাপনে অপসংস্কৃতি পরিহারের আহবান জানিয়েছেন পৌর মেয়র
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভায় হযরত পেতন আউলিয়া শাহ ওরশ উদযাপনে অপসংস্কৃতি রোধে বিধি নিষেধ দিলেন-পৌর প্রশাসন।মঙ্গলবার (১ মার্চ) সকালে অপসংস্কৃতি ও গান বাজনা বন্ধে চিঠি দিয়েছেন পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর। চিঠিতে উল্লেখ করেন, বোয়ালখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ড সহ অন্যান্য স্থানে হযরত শাহ সুফী পেতন , আউলিয়া ( রাঃ ) এর ওরশ প্রতি […]
ভূমিহীন ও গৃহহীন সব মানুষের জন্য ঘর তৈরি করে দিচ্ছে শেখ হাসিনা সরকার -মোছলেম উদ্দিন আহমদ এমপি
(Last Updated On: ) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ আশ্রয়ণ কর্মসূচীর আওতায় বোয়ালখালী উপজেলা যুবলীগ ঘর করে দেন রহিম বক্স পরিবারকে। ২১ জানুয়ারি শুক্রবার সকালে পশ্চিম গোমদন্ডী এলাকায় রহিম বক্সের হাতে ঘরে চাবি তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মোছলেম উদ্দিন আহমদ।এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি […]
একুশে পদক পেলেন ২৪ বিশিষ্টজন
(Last Updated On: ) বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন […]