চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা দিতে এসে বাবলা কুমার পাল (৪৭) নামের এক যুবককে বিনাশ্রম এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রামমাণ আদালত এ সাজা প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, বাবলা কুমার পাল জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিতে এসেছিলেন। খতিয়ানটি অনলাইন চেক করলে তা জাল সনাক্ত হয়। এ ব্যাপারে বাবলা কুমার পাল তাঁর অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্গন করায় এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, বাবলা কুমার পাল অসত্য তথ্য প্রদান করে খাজনা রশিদ সংগ্রহের চেষ্টা করেন। তাঁর প্রদত্ত খতিয়ানটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।
(Last Updated On: )
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে মানসিক প্রতিবন্ধী নিখোঁজ
(Last Updated On: ) বোয়ালখালীতে জেসিকা আকতার(২২) নামের এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে । মঙ্গলবার (১৮ জুন ) প্রতিদিনের মত সকাল সাড়ে নয়টার দিকে ঘর থেকে বের হয়ে জেসিকা আর ঘরে ফিরেনি বলে জানান তার মা আকতার বেগম। জেসিকা বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহদ্দার পাড়া ইউছুফ তালুকদারের বাড়ীর মৃত আবুল শফির ২য় কন্যা। তার […]
কমরেড ফরহাদ ছিলেন আমৃত্যু বিপ্লবী
(Last Updated On: ) মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের সাবেক সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন আমৃত্যু বিপ্লবী।আজ সোমবার (৯অক্টোবর২০২৩) বিকালে বোয়ালখালী উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত কমরেড ফরহাদের৩৬ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় একথা বলেন বক্তারা ।পার্টির […]