ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সবাইকে সজাগ হতে হবে। কোনো পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোনো ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. প্রতিক সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, উপজেলা (ক্যাব) সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, সাধারণ সম্পাদক আবুল ফজল বাবুল ও খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান বেকারি মালিক মো. নুরুল করিম নুরু। এছাড়াও সাংবাদিক, থানা প্রশাসন, বিভিন্ন হোটেল, ফার্মেসী, ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে পুলিশি হয়রানির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা দেওয়াসহ কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) মো.হামিদুল হক মান্নান। রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ জানান। স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে […]
কমরেড সুনীল চক্রবর্তীর প্রথম মুত্যুবার্ষিকী পালন
(Last Updated On: ) দক্ষিণ চট্টগ্রামের সুপ্রাচীন খেলাঘর শাখা সংগঠন “অংকুর খেলাঘর আসর” এর প্রতিষ্ঠাতা ও খেলাঘর আন্দোলনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, আমাদের চেতনার বাতিঘর, বিজ্ঞান-মনস্ক -কুসংস্কারমুক্ত প্রগতিশীল চিন্তার অনন্য সাধারণ মানুষ, সর্বজন শ্রদ্ধেয় একজন আদর্শ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্তীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি খেলাঘর পরিবারের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ২০২০ সালের ৩০ জুলাই সকাল […]
বোয়ালখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২জন
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার আরাকান সড়কে রায়খালী ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। ১৩ আগষ্ট, শনিবার বিকেল ৪টার দিকে দ্রুত গতির দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুইটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এসময় নওগাঁ জেলার মান্দা উপজেলার ট্রাক চালক মোস্তাফিজুর রহমান (৪০) ও অপর ট্রাকের […]