চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। তানজিনা উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তানজিনা শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে তানজু নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কেটেছে বলে জানিয়েছেন। স্থানীয় শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।
সম্পৃক্ত খবর
কে এই টিকটক হৃদয়?
(Last Updated On: ) গত কয়েকদিন ধরে ভারতে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেখানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক তরুণীকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে যৌন নির্যাতন করছে কয়েকজন তরুণ। এ ঘটনায় বাংলাদেশেরই রিফাতুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। এর আগে ওই […]
বোয়ালখালীতে অবসর প্রাপ্ত শিক্ষক মো.মফিজুল হকের ইন্তেকাল
(Last Updated On: ) অবসর প্রাপ্ত শিক্ষক মো.মফিজুল হক বোয়ালখালী প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিনের পিতা শিক্ষক (অব.) মো. মফিজুল হক (৬৮) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]
সতর্ক না হলে বাড়তে পারে করোনা সংক্রমণ: জাতীয় কমিটি
(Last Updated On: ) সতর্ক না হলে দেশেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সোমবার (২৫ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৭ […]