চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত: ১৫জন আহত হয়েছেন। ২৬ অক্টোবর, বুধবার উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটেছে। হাসপাতালে আসা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পালিত। তিনি বলেন, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আয়ান (৫) নামের এক শিশু বিড়ালের কামড়ে আহত হয়েছে। আহতরা হলেন, গিয়াস উদ্দিন (২৮), একরাম হোসেন (২৩), ফারহান (৫), আরিফা (৫), পারভীন আকতার (৩০), কুতুব উদ্দিন (৩৪), জহুর আলম (৬০), কামরুল আমিন (২৩), মফিজুর রহমান (৬২) ও আয়ান (৫)। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল থেকে পেতন আউলিয়া মাজার গেইট পথচারীদের কামড়াতে শুরু করে। এতে নারী-শিশুসহ অন্তত: ১৫ জন আহত হন। বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়ে খবর নিচ্ছি।
সম্পৃক্ত খবর
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
(Last Updated On: ) কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আব্দুর রহিম প্রকাশ রইক্কা (৩৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম ওই ক্যাম্পের হাবিবুর রহমানের ছেলে। ১৬ এপিবিএন’র অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক […]
পটিয়ায় সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা, খুশি রোগীরা
(Last Updated On: ) সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার) থেকে। চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হলো। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম দিন হাসপাতালে রোগী দেখছেন চর্ম ও যৌনরোগ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোসাম্মত সুলতানা আক্তার ও নাক-কান-গলা বিভাগের জুনিয়র […]
ঘরের মাটি ফেটে বের হচ্ছে গ্যাস
(Last Updated On: ) চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি ঘরের মাটি ফেটে তীব্র বেগে গ্যাস উদগিরণ হচ্ছে। ১১ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কোন ধরনের সহায়তা পাননি ওই বাড়ির মালিক। তিনি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেও প্রতিকার মিলেনি। বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি টিম […]