সংগঠনের সদস্য প্রদীপ কুমার শীল ও রনজিত কুমার শীলের বাবা ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (২১ অক্টোবর) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ফনিন্দ্র লাল শীল (১০২) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরলোকগমন করেন।
সন্ধ্যায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।