চট্টগ্রামের বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ (৬৬) দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে বোয়ালখালী থানায় ডায়েরী করেছেন ছেলে অন্তর দাশ। গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে সাদা শার্ট ও লুঙ্গি পড়ে ঘর থেকে বের হয়েছিলেন সরকার কমল দাশ। তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবার। কমল দাশের ছেলে অন্তর দাশ জানান, ঘর থেকে বের হওয়ার পর তিনি বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছি। তিনি হাঁটার জন্য বের হয়েছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে ১৭ অক্টোবর বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। শিল্পী সরকার কমল দাশ উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রামের বাসিন্দা। সরকার কমল দাশ কবিগান ও অভিনয় করতেন। এছাড়া নাটক ও গান লিখতেন তিনি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, শিল্পী মানুষ সরকার কমল দাশ গত দুইদিন ধরে বাড়ি যাননি। তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ।
সম্পৃক্ত খবর
কাতারে প্রবাসীদের সংবর্ধনায় অংশ নিবেন প্রধানমন্ত্রী
(Last Updated On: ) বিশ্বের এলডিসি (সল্পোন্নত) ভুক্ত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন চলাকালীন আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন তিনি। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন […]
ইফতারের থালা-ঈদের পোশাক না দেওয়ায় অন্তঃসত্ত্বাকে হত্যা!
(Last Updated On: ) সিলেটের ওসমানীনগর উপজেলায় মেয়ের জামাইকে ইফতারের থালা ও ঈদের পোশাক না দেওয়ায় সৃষ্ট কলহের জের ধরে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। নিহতের নাম শরিফা বেগম (২০)। গতকাল শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে শরিফার স্বামী আরশ আলী ও শাশুড়ি মিনারা বেগমকে […]
বোয়ালখালী পৌর আ.লীগ কমিটিতে ঠাঁই হয়নি মেয়রের
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল রবিবার (২৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন যৌথ স্বাক্ষরিত এক পত্রে পৌরসভা আওয়ামী লীগের নব কমিটির অনুমোদন দেন। এতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী […]