চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়েছেন এক আসামি। গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। ঘটনাটি আজ সোমবার জানাজানি হয়।
মো. হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম (২৬) নামের ওই আসামি চট্টগ্রামের পতেঙ্গা থানায় মারামারির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নুর গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারের আগেই হাতে আঘাত পেয়েছিলেন হাফিজ। তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, পতেঙ্গা থানা পুলিশ নিজের হেফাজতে রেখে হাফিজকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছিল।
পুলিশ জানায়, পতেঙ্গা থানা এলাকায় ভাসমানভাবে থাকেন হাফিজ। স্থানীয় মিন্টু মিয়ার দায়ের করা মারামারির মামলায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।