প্রধান পাতা

বোয়ালখালীতে সোপান খেলাঘরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

(Last Updated On: )


বোয়ালখালীতে আহলাস্থ সোপান খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। আসরের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান ফারুকীকে চেয়ারম্যান, শিক্ষকনেতা আমির হোসেনকে সদস্য সচিব করে আজ শুকবার ২৩ সেপ্টেম্বর ২২ বিকালে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠিত হয়।
আসরের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল।
সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন উজ্জল মুৎসুদ্দী, শান্তনু চৌধুরী,সুদর্শন দাশ, মো. মফিজুর রহমান, সাজ্জাদ হোসেন, রুপন দাশ, মো. ইকবাল হোসেন,মো. ইয়াছিন আরফাত, হিমেল চৌধুরী, মো. মিরাজ উদ্দিন, ােম. রাদিব উদ্দিন প্রমুখ।
সম্মেলন উপলক্ষে আগামী ২১ অক্টোবর ছবি আঁকা, উপস্থিত বক্ততা, কুইজ প্রতিযোগিতা, অংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর বিকাল তিনটায় আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে সম্মেলন অনুষ্ঠিত হবে।