চট্টগ্রাম- দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে। তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রাম ফিরে আসে। এর আগে গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটে কারণে বন্ধ হয়ে যায়। গোমদণ্ডী স্টেশনের যাত্রী মো. কামাল বলেন, ট্রেনটি চালু হওয়ায় ভালো হয়েছে। একেবারে বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ থাকতো না। ট্রেনে কম খরচে নিরাপদে যাতায়াত করা যায়। অন্যান্য গাড়িতে গেলে ভাড়া অনেক বেশি পড়ে।
সম্পৃক্ত খবর
নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমণির মামলা
(Last Updated On: ) ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার (১৪ জুন) সাভার থানায় মামলাটি দায়ের করা হয়। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরো ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত […]
পিকে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে ৫ মামলা
(Last Updated On: ) প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ৩৩ সহযোগীর বিরুদ্ধে পাঁচ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। সোমবার (২৫ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ […]
বোয়ালখালীতে ভ্রাম্যমান আদালতে ৫২ মামলা
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলায় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন বোয়ালখালী , সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে উপজেলা সদর, জোট পুকুর, তালতলা, কানুনগো পাড়া, শ্রীপুর নরুল্লা মুন্সির হাট, কেরানী বাজার, ফকিরহাট বাজার, চৌধুরীর হাট, রিভার ভিউ, কালুরঘাট ও গোমদন্ডী ফুলতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ রবিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাহী […]