বোয়ালখালী প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালীতে খামারিকে জিম্মি করে ৬টি গরু নিয়ে গেছে দূর্বৃত্তরা। ১২ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত দেড়টাকে দিকে পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডের নাজিরখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা জানায়, সোমবার রাত দেড়টার দিকে ১৫-২০জনের একটি দল সংঘবদ্ধভাবে খামারে ঢুকে অস্ত্রের মুখে মো.আলাউদ্দিন ও সোহেলকে জিম্মি করে ফেলেন। তারা মো. আলাউদ্দিনের খামার থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও মো. সোহেলের খামার থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৫টি দুধের গাভী মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে। ট্রাকে গরু নিয়ে পালিয়ে যাওয়ার মোটর সাইকেলের তিন আরোহীর গতিরোধ করেন দূর্বৃত্তরা। এসময় তাদের মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন। স্থানীয় পৌর কাউন্সিল মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খামার থেকে গরু, পথচারিদের কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নেয়ার বিষয়টি জানালে বিষয়টি থানা পুলিশকে বলেছি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহার দিলে মামলা রজু করা হবে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীবাসীকে গণেশ পূজার শুভেচ্ছা
(Last Updated On: ) বোয়ালখালীবাসীকে গণেশ পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস।
বোয়ালখালী পৌরসভায় ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। ১০ আগস্ট, বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লাখ […]
বোয়ালখালীতে যানজট নিরসনে ১৬টি স্থাপনা উচ্ছেদ
(Last Updated On: ) বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দীর্ঘদিনের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। ১৬ জুলাই, শনিবার উপজেলার শাকপুরা চৌমুহনীতে রাস্তার দুইপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ১৬টি স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলা সদর, গোমদণ্ডী ফুলতল মোড়, কানুনগোপাড়ার মোড় ও জোট পুকুর পাড় এলাকার যানজট […]