চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জাবেদ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পৌরসদরের আল মদিনা মার্কেট এলাকায় এঘটনা ঘটে। আহত জাবেদ পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ডের বানু মেম্বার টেক এলাকার বানু মিয়ার বাড়ির শহিদুল হকের ছেলে। আহত জাবেদ জানান, ইসলামী ব্যাংক বুথ থেকে ৩ হাজার টাকা তুলে বাড়ি ফেরার সময় একটা সিএনজিতে তিনজন লোক তাকে ডাক দেয় এবং বলে তাদের সিএনজি নষ্ট হয়ে গেছে সিএনজি টাকে একটু ধাক্কা দেওয়ার জন্য। পরবর্তীতে ধাক্কা দেওয়ার জন্য সিএনজির পিছনে গেলে অজ্ঞাতনামা তিনজন তাকে কিল ঘুষি মেরে বাম হাতে এবং পায়ে ছুরি দিয়ে আঘাত করে প্যান্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা সাবরিনা আকতার বলেন, রাতে আহত অবস্থায় জাবেদ নামের একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুত্বসহকারে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পৃক্ত খবর
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ফয়জুল্লাহ গ্রেপ্তার
(Last Updated On: ) ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার ৪২তম রায় ঘোষণার আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ আদালতের গেইটে হাজির এক আসামি। তিনি নিজেকে যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি আসামি ফয়জুল্লাহ বলে দাবি করে আত্মসমর্পণ করতে চান। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে ট্রাইব্যুনালের মামলায় দণ্ডপ্রাপ্ত […]
বাসায় ডেকে পুলিশ-সাংবাদিক পরিচয়ে জিম্মি, গ্রেফতার ৩
(Last Updated On: ) নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় বাসায় ডেকে নিয়ে জিম্মি করে নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে দক্ষিণ কাট্টলী এলাকার ছদু চৌধুরী রোডের একতা আবাসিকের চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা […]
জাতীয় শিশু দিবসে বোয়ালখালীবাসীকে শুভেচ্ছা
(Last Updated On: ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বোয়ালখালীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুজা উযাপন পরিষদ বোয়ালখালীির সভাপতি শ্যামল বিশ্বাস । স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যদায় দিবসটি পালনের আহবান জানিয়েছেন তিনি ।