জাতীয়

বাম জোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স

(Last Updated On: )

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট( দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। আজ থেকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন প্রিন্স।

এর আগে বাম জোটের সমন্বয়ক ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার।