চট্টগ্রাম

পটিয়ায় ছেলের গুলিতে মায়ের মৃত্যু

(Last Updated On: )

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে সন্তান মাইনুদ্দিন মইনু (৩০) গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন। তবে অভিযুক্ত মাইনুদ্দিন পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মাইনুদ্দিন তার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত মইনু বখাটে এবং তার নামে কয়েকটি মামলা আছে। তিনি চট্টগ্রামের চকবাজার এলাকায় থাকেন। তিনি বিবাহিত। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।