চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। ১০ আগস্ট, বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০ টাকা এবং উন্নয়ন হিসাবে ৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩২ লাখ ৮৫ হাজার টাকা এবং অবকাঠামো উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ টাকা। এতে সমাপনী জের ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র জহুরুল ইসলাম। এ সময় পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মণি, মো. তারেকুল ইসলাম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, শেখ আরিফ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, হাজী নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশন শেষে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ৭টি গরু লুট
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়া থেকে ৭টি গরু লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। ২৬ নভেম্বর, শনিবার দিবাগত রাতে উপজেলার শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীতে হানা দেয় সংঘবদ্ধ অস্ত্রধারীরা। ক্ষতিগ্রস্ত শাহাজাহান চৌধুরীর ছেলে মো. রেজাউল জানান, রাত সোয়া দুইটার সময় মো. শাহজাহান চৌধুরীর গোয়াল ঘর থেকে ২টি ও আবুল কাশেম […]
বোয়ালখালী নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোরদের সাংস্কৃতি পরিবেশনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন […]
মদ খাইয়ে ইউল্যাব ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
(Last Updated On: ) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশের (ইউল্যাব) এক ছাত্রীকে মদ খাইয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার তিন বন্ধুকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটক তিন বন্ধু ভুক্তভোগী তরুণীর সহপাঠী। তারা ইউল্যাব ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]