প্রধান পাতা

বোয়ালখালীতে লেবু গাছ কেটে ফেলার অভিযোগ

(Last Updated On: )

বোয়ালখালীতে জৈষ্ঠ্যপুরায় বাগানের দেড় হাজার লেবু গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে । গত কাল শুক্রবার বোয়ালখালী থানায় অভিযোগটি দায়ের করেন শ্রীপুর গ্রামের মৃত আবদুর রজ্জাকের ছেলে শওকত হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জৈষ্ঠ্যপুরা লট বি -৭ মৌজায় উপজেলা কৃষি অফিসের তত্বাবধানেবিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে চার হাজার গাছের চারা রোপন করে বাগান তৈরী করেন ভুক্তভোগী ।  কষ্টার্জিত টাকা লেবু বাগানে খাটিয়ে লাভের আশায় প্রহর গুনতে থাকেন। শুকবার সকলে কাজের লোকজন গিয়ে দেখেন প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া কেটে , উপড়াইয়া ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে অজ্ঞাত দুবৃর্ত্তরা।

ভুক্তভোগী শওকত হোসেন জানান, শ্রীপুর এলাকার নজু মিয়া সৗদাগরের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে মো.ইউছুফ আমাদেরেকে বিভিণ্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে ।

বোয়ালখালী থানার অফিসার মো .আবদুর রজ্জাক জানান লেবু গাছ কেটে ফেলার অভিযোগ টি তদন্ত চলছে । অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।