চট্টগ্রামের মিরসরাই রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়েছে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক। তার শরীরের একাংশ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
আজ সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত নিহত এ যবকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, সোমবার দুপুরে মিরসরাই রেল স্টেশনে রেরলাইন ধরে হাটছিলেন অজ্ঞাত এ যুবক।
এসময় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীরের একাংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।