সৌদি আরবে রঙয়ের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মাহবুবুব আলম মাবু নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার দেশটির স্থানীয় সময় সাড়ে ১১ টায় আবাহা অঞ্চলে এ দুঘটনা ঘটে।
জানা যায়, আবাহা জেলার মাহাইল নামক জায়গায় একটি মসজিদের রং করার সময় মাহবুবুব দেয়াল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
তার সঙ্গে কাজ করা আবদুল হামিদ জানান, ‘একটি মসজিদে সকাল থেকে আমরা এক সঙ্গে রংয়ের কাজ করছি। কাজ করার সময় সে দেয়াল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহত মাহবুব আলম মাবুর গ্রামের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়া নেয়াজরটেক পাড়ায়। নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের আবাহা একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।