চট্টগ্রাম

চবিতে ছাত্রীকে হেনস্তার মামলায় শনাক্ত দু’জন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শারীরিক হেনস্তার পরে ভিডিও ধারণের ঘটনায় দু’জনকে শনাক্ত করা হয়েছে। তবে আরো তিনজনকে এখনো শনাক্ত করা যায়নি।

তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের সহায়তায় ঘটনাটির তদন্ত চলছে।  

শুক্রবার (২২ জুলাই) বিকেলে বাংলানিউজকে শনাক্তের খবরটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম৷ 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বাংলানিউজকে বলেন, চবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তদন্তের কাজ চলছে। তদন্তের স্বার্থে শনাক্ত হওয়া ব্যক্তিদের নাম পরিচয় বলা যাচ্ছে না।

এর আগে গত ১৭ (বুধবার) জুলাই রাতের এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে রাতে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়াও একইদিন ভুক্তভোগী শিক্ষার্থী ১৮ জুলাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগও করেন।

এ ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ক্যাম্পাসে। প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।