চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে দুই শিশু। পরে জাল পেতে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে হাটহাজারী থানা এলাকার চৌধুরীহাটের শিকদার পাড়া আলী খান চৌকিদারের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর একজন ইসরাত জাহান (৭)। তার বাবার নাম মোঃ ইকবাল। অপর শিশু সুবর্ণার (৭) বাবার নাম মো. রাসেল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
তাদের নিকটাত্মীয় মো. আলম জানান, ইসরাত ও সুবর্ণা দুইজন পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। তারপর পুকুরে সব জায়গায় খোঁজাখুঁজির পর পুকুরে জাল পেতে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তাদের তোলা হয়। অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।